পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ২ জনের

Passenger Voice    |    ০২:৫২ পিএম, ২০২৪-০৪-২৪


পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ২ জনের

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক নারী পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। তাদের ঠাকুরগাঁও ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার সকালে বোদা উপজেলার খাটোপাড়া কাঁঠালতলী এলাকায় দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বোদা পৌরসভার সর্দারপাড়া এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী নুর জাহান বেগম (৬২) ও একই উপজেলার মাঝগ্রাম এলাকার মানিক হোসেনের ছেলে জাহিদ ইসলাম (১৯)। আহতরা হলেন- আটোয়ারী উপজেলার লিলারমেলা এলাকার খাদেমুল ইসলামের ছেলে সাঈদ আলম (২৫), একই উপজেলার দলুয়া এলাকার হালিচন্দ্র বর্মনের ছেলে লক্ষ্মণ বর্মন (২২), বোদা উপজেলার বলরামহাট এলাকার জাকিরুল ইসলামের ছেলে শাহীন ইসলাম (২৩) এবং বোদা পৌরসভার কলেজপাড়া এলাকার শহীদুল ইসলামের ছেলে ঝুমু (২৫)।

স্থানীয়রা জানান, সকালে দেবীগঞ্জ থেকে বোদা উপজেলা শহরের দিকে পানবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পথচারী নুরজাহান বেগম ও ট্রাক্টরের চালক জাহিদ ইসলাম ঘটনস্থলেই মারা যান।

গুরুতর আহত সাঈদ, লক্ষ্মণ, শাহীন ও ঝুমুকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে সেখান থেকে একজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও অন্যদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় ট্রাক্টরটি। ট্রাকের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আমরা ট্রাক ও ট্রাক্টর আটক করেছি। তবে ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হচ্ছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্যা/ভ/ম